ঢাকা থেকে সড়ক পথে আরিচা ফেরী পার হয়ে নড়াইল সদর। ঢাকা থেকে সড়ক পথে দুরত্ব ৩১০ কিঃমিঃ সময়-৫/৬ ঘন্টা।
বিস্তারিত
শহরের কোলাহল ছেড়ে নদীর তীরে বসে প্রাকৃতি সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিনই শত শত লোকের সমাগম ঘটে এখানে। বনভোজন, অবকাশ যাপন কিংবা পারিবারিক ভ্রমণের জন্য চিত্রা রিসোর্ট একটি উপযুক্ত জায়গা। প্রায় সাত বিঘা জায়গাজুড়ে এ রিসোর্টে রয়েছে কটেজ, শিশুপার্ক এবং চিত্রা নদীতে নৌ-ভ্রমণের ব্যবস্থা। পৃথিবির বিখ্যাত চিত্রশিল্পীদের আকা ছবি নিয়ে গঠিত একটি আর্ট গ্যালারী, নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, বাচ্চাদের খেলার জন্য শিশুপার্ক ও চিত্রানদীতে ভ্রমনের জন্য এমন আদর্শ স্থান খুব কমই আছে।
অবস্থান: নড়াইল শহরের চিত্রা নদীর তীরে অবস্থিত।
দূরত্ব: ঢাকা থেকে সড়ক পথে দুরত্ব ৩১০ কিঃমিঃ সময়-৫/৬ ঘন্টা।
যাতায়াতের মাধ্যম: ঢাকা থেকে সরাসরি নড়াইলের বাস আছে। নড়াইল শহর হতে রিক্সা, ভ্যান কিংবা গাড়ী নিয়ে আসা যায় চিত্রা পাড়ের চিতা রিসোর্টে।
যোগাযোগ তরিকুল ইসলাম অনিক- ০১৭১৩০৬৩৬১০ (সত্ত্বাধিকারী) গৌতম - ০১৯১৭৮৯৮৬২৩ (ম্যানেজার)