অবস্থান ও ভূমি পরিচয় |
|
অনিন্দ্য সুন্দর নয়নাভিরাম চিত্রা নদীর তীরে অবস্থিত নড়াইল সদর উপজেলা। চিত্রা-কাজলা এবং একাধিক খাল বিধৌত ছায়া-সুনিবিড় নড়াইল সদর উপজেলা উর্বর সমভূমি। নদী-নালা-খাল-বিল এবং উর্বর কৃষি ও চারণভূমি নড়াইল সদর উপজেলাকে করেছে বৈশিষ্ট্যময়। এই জনপদের অর্থনীতির প্রাণ-প্রবাহ কৃষি। উর্বর এই সমভূমিতে সহজেই উৎপাদিত হয় ধান, পাট, আখ, গম, ভূট্টা, শাকসব্জি ও বিভিন্ন রবিশস্য। |
ভৌগলিক অবস্থান |
|
নড়াইল সদর উপজেলা ২৩˙০২˝ এবং ২৩˙১৭˝ উত্তর অক্ষাংশ এবং ৮৯˙২৩˝ এবং ৮৯˙৩৭˝ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। |
সীমানা |
|
উত্তরে মোহাম্মদপুর ও শালিখা উপজেলা, মাগুরা । পূর্বে লোহাগড়া উপজেলা, নড়াইল। দক্ষিণে কালিয়া উপজেলা, নড়াইল ও অভয়নগর উপজেলা, যশোর এবং পশ্চিমে বাঘারপাড়া উপজেলা, যশোর। |
আয়তন |
|
৩৮১.৭৫ বর্গ কিলোমিটার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস